ঢাকার সড়কে বিলাসবহুল গাড়িচাপায় প্রাণ গেল তিনজনের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৩, ০১:৪১ এএম

ঢাকার সড়কে বিলাসবহুল গাড়িচাপায় প্রাণ গেল তিনজনের

ফাইল ছবি

রাজধানীতে বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকটি যানবাহনের ওপর উঠিয়ে দিলে প্রাণ হারায় এক শিশুসহ তিন জন।

বুধবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যায় ইয়াছিন নামের নয় বছর বয়সী একটি শিশু। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা বেগম নামে দুইজনের মৃত্যু হয়। এছাড়াও মৃত ইয়াছিনের বাবা মো. সুমনসহ দুই জন চিকিৎসাধীন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে দুজন মারা গেছেন।

ওসি আরও জানান, গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে উজ্জ্বলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় অজ্ঞাতনামা এক নারী ও সুমন নামে দুজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

Link copied!