ঢাকায় বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ০৬:৪৪ পিএম

ঢাকায় বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

নিহত বিলকিস আক্তারের স্বামী আব্দুর রউফ এক প্রতিবেদনে বলেন, “আমি ও আমার স্ত্রী খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান আমার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।”

এই দুর্ঘটনার পর কাভার্ড  ভ্যানসহ  চালককে  আটক করেছে পুলিশ ।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় বিলকিস আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

জানা গেছে, গাজীপুর থেকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তাঁরা। এ সময় খিলগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান বিলকিসকে ধাক্কা দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

Link copied!