দুদকের করা রিট শুনানির আগেই বিদেশ গেলেন সম্রাট

আদালত প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৩, ০৭:২৪ পিএম

দুদকের করা রিট শুনানির আগেই বিদেশ গেলেন সম্রাট

সংগৃহীত ফাইল ছবি

রিট শুনানির একদিন আগেই বিদেশ গেলেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট।

রবিবার (১৬ জুলাই) রিট শুনানির সময় সম্রাটের আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদালতকে এ তথ্য জানান।  

মনসুরুল হক চৌধুরী আদালতকে জানান, গতকাল শনিবার রাতে চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই কলকাতা গিয়েছেন তিনি।

এসময়, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সম্রাট সঠিক সময়ে দেশে ফিরছেন কি না, তা ১ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে, সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।  

প্রসঙ্গত, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে। ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। 

Link copied!