শাকিব খানের মামলায় সেই প্রযোজকের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২৩, ০৯:০০ পিএম

শাকিব খানের মামলায় সেই প্রযোজকের বিচার শুরু

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়ক শাকিব খানের কাছে ‘চাঁদা দাবি’ ও তাকে ‘হত্যার হুমকি’র অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন আদালত। শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

একই দিন প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান আবেদন করলে তা মঞ্জুর করা হয়। এর ফলে আদালতেরে অনুমতি ছাড়া প্রযোজক রহমত উল্লাহ  বিদেশে যেতে পারবে না।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে এ মামলা করেন।

Link copied!