জুন ১৮, ২০২৩, ০৭:১৬ পিএম
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া, একই মামলায় গ্রেফতার হওয়া মোট ১৩ আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। ইউপি চেয়ারম্যান বাবু ছাড়া ছয়জনের চার দিন করে এবং অন্যদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পরে বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, “ রাষ্ট্রপক্ষ প্রত্যেক আসামির জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রধান আসামি বাবু চেয়ারম্যানকে ৫ দিন ও অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপির চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে প্রধান আসামি বাবুসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। পরে আরও ৯জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।