সাংবাদিক নাদিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২৩, ০৭:৫৬ পিএম

সাংবাদিক নাদিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বকশিগন্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বকশিগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আসামির নাম আন্দোলন সরকার (৫৫)। তিনি  সাধুরপাড়া ইউনিয়নের মৃত ইমান আলী সরকারের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

সোমবার রাতে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়ন (২৪) গ্রেফতারের পরই আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার ওসি বলেন, “সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নয়ন সরকারকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে আন্দোলন সরকারের জড়িত থাকার তথ্য দিলে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিকশীগঞ্জ থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে  প্রথমে বকশীগঞ্জ হাসপাতাল ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

Link copied!