সাংবাদিক নাদিম হত্যার মামলা তদন্ত শেষে দ্রুতবিচার ট্রাইব্যুনালে যাবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ০২:১১ এএম

সাংবাদিক নাদিম হত্যার মামলা তদন্ত শেষে দ্রুতবিচার ট্রাইব্যুনালে যাবে: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় দায়ের করা মামলা তদন্ত শেষে দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমাজের প্রত্যেকটা অপরাধই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “তবে কিছু কিছু অপরাধ যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয়, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”

এসময় আনিসুল হক বলেন্, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে যে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুতবিচার আদালতে, দ্রুততম সময়ে অবশ্যই ন্যায়বিচার এবং সুষ্ঠু বিচারের ক্ষেত্রে যেখানে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।” 

Link copied!