সাপের কামড় এড়ানোর ৬ উপায়

লাইফস্টাইল ডেস্ক

জুন ২৩, ২০২৪, ০৯:০৭ পিএম

সাপের কামড় এড়ানোর ৬ উপায়

প্রতীকী ছবি

বর্তমানে আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার। দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এছাড়া সাপের কামড় এড়ানোর জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শগুলো হল:

১. বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। শোয়ার ঘরের সঙ্গে খাবার সামগ্রী যেমন- ধান, চাল, হাঁস, মুরগী, কবুতর না রাখা উত্তম।
২. রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে হবে। মেঝেতে ঘুমানো যাবে না।
৩. ঘাসে কিংবা ঝোপ ঝাড়ে সাবধানে হাঁটতে হবে। লম্বা জুতা কিংবা বুট জুতা পরুন।
৪. রাতে বের হলে লাঠি ও আলো নিয়ে বের হতে হবে।
৫. গর্তের মধ্যে হাত-পা ঢুকানো যাবে না। কাজের প্রয়োজনে জড়ো করা খড় কিংবা লাকড়ির ভেতর সাবধানে হাত দিতে হবে।
৬. মাছ ধরার জালে হাত দেওয়ার আগে ভেতরে কিছু আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে।
 

Link copied!