ভালোবাসা উদযাপনের আসলে কোনো নির্দিষ্ট দিন-তারিখ নেই। তবুও বলা হয়ে থাকে ফেব্রুয়ারি একটি প্রেমের মাস । ফেব্রুয়ারী শুধু ভালোবাসা দিবসের জন্যই বিখ্যাত না, এ মাসের চলতি সপ্তাহটি ‘ভ্যালেন্টাইনস উইক’ নামে পরিচিত। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি প্রতিদিনই ভালোবাসা সম্পর্কিত কোনো না কোনো দিবস আছে। চলুন জেনে নেয়া যাক ২০২৪ সালের ভ্যালেন্টাইনস সপ্তাহের কোন দিন কী দিবস-
রোজ ডে (Rose Day)
রোজ ডে দিয়ে শুরু ভালোবাসার সপ্তাহের। ৭ ফেব্রুয়ারি দিনটিতে ভালোবাসার মানুষেরা তাদের অনুভূতি প্রকাশ করার জন্য পরস্পরের সঙ্গে গোলাপ বিনিময় করে। প্রিয় মানুষটিকে পছন্দের রঙের গোলাপ তুলে দিন এই দিনে। তবে একের রঙের গোলাপের অর্থ কিন্তু একেকরকম। সেটি জেনে নিন আগে। যেমন- লাল গোলাপ ভালোবাসা, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতিনিধিত্ব করে।
প্রপোজ ডে (Propose Day)
কাউকে মন দিয়ে বসে আছেন। তাহলে মনের সমস্ত সাহস সঞ্চয় করে পছন্দের মানুষকে নিজের অনুভূতির কথা জানানোর দিন এটি। রোজ ডের পরের দিন প্রোপোজ ডে। সঙ্গী রাজি থাকলে এদিন থেকেই হতে পারে সম্পর্কের শুরু। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়।
চকলেট ডে (Chocolate Day)
চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চকলেট শুধুমাত্র একটি খাবার নয়, এটি প্রেমের প্রতীকও বটে। ৯ ফেব্রুয়ারী চকলেট উপহার দেওয়ার মাধ্যমে প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। তাই অনেকের কাছেই এই দিবসটি বেশ পছন্দের।
টেডি ডে (Teddy Day)
ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিন টেডি ডে। আপনার সঙ্গীকে টেডি বিয়ার উপহার দিন। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত। টেডি বিয়ার উষ্ণতা, স্নেহ ও ভালোবাসারও প্রতীক।
প্রমিস ডে (Promise Day)
প্রমিজ ডে সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতির গুরুত্বকে জোর দেয়। ভালোবাসা আর প্রতিশ্রুতি দুটো শব্দ একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও। সঙ্গীকে কোনো প্রতিশ্রুতি দিলে তা যেকোনো মূল্যে রাখার চেষ্টা করুন। এতে সম্পর্ক আর ও নিবিড় হয়।
হাগ ডে (Hug Day)
ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার দিন ১২ ফেব্রুয়ারি। হাগ ডে হিসাবে প্রচলিত এ দিন। বন্ধু, পরিবার বা রোমান্টিক সঙ্গীর সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে যে অনুভূতি প্রকাশ করা সম্ভব, অনেক সময় কথার মাধ্যমে সে অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।
কিস ডে (Kiss Day)
ভালোবাসা দিবসের ঠিক আগের দিনটি হচ্ছে সঙ্গীকে চুমু খাওয়ার দিন। প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন। অনেকের মতে, মুখে না বলা কথাও চুমুর মাধ্যমে ব্যক্ত করা যায়। ভালোবাসার মানুষটির সঙ্গে আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশের উপলক্ষ এটি। ১৩ ফেব্রুয়ারি উদযাপন হয় কিস ডে বা চুম্বন দিবস।
ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)
সপ্তাহের শেষ দিনটি হচ্ছে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। মৌসুমের সবচেয়ে জনপ্রিয় দিবস এটি। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। রোমান্টিক ডিনার, আন্তরিকতা এবং ভালোবাসার অভিব্যক্তির মাধ্যমে বিশ্বজুড়ে প্রেমিক-প্রেমিকা ও দম্পতিরা এই বিশেষ দিনে তাদের ভালোবাসা উদযাপন করেন। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে ভালোবাসা বোঝানোর দিন এটি। এদিন ভালোবাসুন প্রাণ ভরে।