নেইল পলিশ দিবস আজ

লাইফস্টাইল ডেস্ক

জুন ১, ২০২৪, ০৪:২৮ পিএম

নেইল পলিশ দিবস আজ

প্রতীকী ছবি

আজ ১লা জুন নেইল পলিশ দিবস। নানা রঙে নখ রাঙাতে এই প্রসাধনী বেছে নেন নারীরা। মুড সুইং হোক বা মন খারাপ হোক নেইল পলিশ দিলেই যেন উধাও সব। নারীরা তাদের নখ নেইল পলিশ দিয়ে সাজিয়ে দিনটি উদযাপন করে থাকেন।

ঐতিহাসিকবিদদের মতে, খ্রিস্টপূর্ব ৩ হাজার অব্দ বা তারও আগে থেকে চীনে নখ সাজানো শুরু হয়। সমসাময়িক ব্যাবিলোনের যোদ্ধাদের নখ মরে যাচ্ছিল। সে সময় তারা নখ ভালো রাখার জন্য বিভিন্ন রকম উপাদান দিয়ে নখ রাঙাতো। ১৮ শতকের শেষের দিকে নেইল পলিশ আধুনিক শিল্প হিসেবে ইউরোপের ধনীদের মধ্যে জনপ্রিয়তা পায়। ওই শতকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও নেইল পলিশের ব্যবহার শুরু হয়। এরপর ১৯ শতকের গোড়ার দিকে প্যারিসে প্রথম নেইল সেলুন খোলা হয়।

২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেইল পলিস ব্র্যান্ড ইসসি এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিবসটি বেশ সাড়া ফেলেছিল। 

Link copied!