প্রথম দেখাতেই বুঝে নিন কেমন হতে পারে আপনার সঙ্গী। কেননা লিপস্টিকের রং দেখেও বোঝা যেতে পারে আপনার পছন্দের মানুষের ব্যক্তিত্ব কেমন? ভিন্ন ভিন্ন রঙের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। রয়েছে আলাদা আকর্ষণ ক্ষমতা।
লাল রংয়ের লিপস্টিক
লাল লিপস্টিক ব্যবহার করলে তা সহজেই সবার নজর কাড়ে। গ্লসি ধরনের লাল হলে তা প্রকাশ ঘটায় ভালোবাসার। আর ম্যাট লাল হলে তা কিছুটা আবেদন আর বাকিটা রহস্য ফুটিয়ে তোলে।
কমলা রংয়ের লিপস্টিক
তারুণ্যের প্রাণশক্তি প্রকাশ করতে কমলা রংয়ের বিকল্প নেই। ঠোঁটের পাশাপাশি নিজেকেও প্রাণবন্ত হিসেবে দেখাতে এই রং বেছে নিতে পারেন। এটি সবার সামনে আপনাকে সহজ ও সুন্দর করে তুলবে।
গোলাপি রংয়ের লিপস্টিক
গোলাপি রং নারীর কোমলতারও প্রতীক। গোলাপি ঠোঁটের আকর্ষণই আলাদা। গোলাপি বা এ শ্রেণির বাকি রং যেমন হালকা গোলাপি, হট পিংক, ম্যাজেন্টা এ ধরনের রং বিশ্বজুড়েই জনপ্রিয়। তাই আপনি যখন গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করেন, তখন তা আপনাকে আরও বেশি কমনীয় হিসেবে উপস্থাপন করে।
ন্যুড ও ব্রাউন রংয়ের লিপস্টিক
বর্তমান সময়ে এ ধরনের লিপস্টিকের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ন্যুড ও ব্রাউন রঙের লিপস্টিক যে কোনও পরিবেশের সঙ্গেই মানানসই। তরুণীরা তাদের সাজের অংশ হিসেবে রাখছেন এ জাতীয় রঙের লিপস্টিক। এই দুই রঙে আভিজাত্য তো ফুটে উঠবেই, তার সঙ্গে প্রকাশ পাবে প্রকৃতি ও নিরপেক্ষতাও।