আজ ‘বিয়ের আংটি’ পরার দিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৪:৫১ পিএম

আজ ‘বিয়ের আংটি’ পরার দিন

সংগৃহীত ছবি

বিয়ে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি ‘বিয়ের আংটি’। এর সঙ্গে জড়িয়ে থাকে দুজন মানুষের আবেগ। কেউ কেউ সারাজীবন আঙুলে বহন করেন এই স্মৃতি।

বিয়ের আংটিকে এখন অনেকেই ‘এনগেজমেন্ট রিং’ বলেন। এটি সাধারণত বাম হাতের অনামিকায় পরাই নিয়ম। কারণ হৃদয় থাকে বাঁ দিকে। আর এ আংটির সঙ্গেই তো থাকে সরাসরি হৃদয়ের সংযোগ।

আজ ৩ ফেব্রুয়ারি, বিয়ের আংটি দিবস। কবে কীভাবে এই দিবসের চল হয়েছিল, স্পষ্ট করে জানা যায় না। তাতে কী! এমন একটি দিন তো পালন করাই যায়। যাঁরা ইতিমধ্যে বিয়ের কাজটি সেরে ফেলেছেন, তাঁরা কিন্তু বেশ আয়োজন করে পালন করতে পারেন। আর যাঁরা বিয়ে করেননি, বা যাঁদের বিয়ের কথা চলছে, আংটি বদলের জন্য দিনটিকে বেছে নিতে পারেন তাঁরা। ভালোবাসাবাসির অপূর্ব অলিখিত চুক্তি করে ফেলতে পারেন আজ।

গবেষকদের ধারণা- বিয়ের আংটি অনামিকায় পরার এই প্রথার উৎপত্তি হয়েছে প্রাচীন চীন থেকে। প্রাচীন চীনের আকুপাঙ্কচার বিশারদরা তাদের লেখায় জানিয়েছেন কেন অনামিকায় বিয়ের আংটি পরানো হয়ে থাকে। তাদের মতে, যদি কোনো নারী একটি সোনার আংটি অনামিকায় ঘষতে থাকেন, তাতে তার হৃদয়ে এক ধরনের মৃদু আলোড়ন সৃষ্টি করে। এ রকম করলে তার দেহ মনে, হৃৎপিণ্ডে রক্ত চলাচল বেড়ে যায়। হরমোন নিঃসরণ ঘটে। মন প্রফুল্ল ও সতেজ থাকে।

আরেকটি ব্যাপার লক্ষ্য করেছনে কি? বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের আংটি গোল হয় কেন? এর কারণ ব্যাখ্যায় গবেষকরা জানিয়েছেন- পৃথিবীর সব দেশেই যে কোনো গোলাকার জিনিসকে শাশ্বত বা চিরন্তন হিসেবে দেখা হয়ে থাকে। তাই বিয়ের আংটিও গোল হয়। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনামিকায় বিয়ের আংটির বিষয়ে কী বলেছে। ‘বিশুদ্ধ প্রেম সব সময়ই স্বর্গীয় বস্তু। সেই প্রেম মানুষ, জীবজন্তু, কীটপতঙ্গ সব কিছুর মধ্যেই বিদ্যমান। এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। জন্ম ছকে পঞ্চম ভাবে থেকে প্রেমের আত্মপ্রকাশের বিচার হয়। কালপুরুষের পঞ্চম ভাব হচ্ছে সিংহরাশি যা রবির রাশি বা প্রেমের রাশি। আর রবির আঙুল অনামিকা।’ সেই অর্থে অনামিকা হলো প্রেমের আঙুল। আর সে কারণেই অনামিকাতে বিয়ের আংটি পরানোর নিয়ম।

এমন একটি দিবস যেহেতু আছে, সেহেতু আয়োজন করে পালন করাই যায় দিবসটি। অনেক দম্পতি পালন করেনও। আবার যারা এখনো বিয়ে করেননি, তাদের অনেকেই আজকের দিনটিকে বেছে নেন আংটি বদলের দিন হিসেবে। দিনটিকে স্মরণীয় করে রাখার এর চেয়ে ভালো বুদ্ধি আর কী হতে পারে?

Link copied!