ভালোবাসা দিবস: নির্জনে সময় কাটানোর মাধ্যম এয়ার বিএনবি

ফারজানা আক্তার

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:২৫ এএম

ভালোবাসা দিবস: নির্জনে সময় কাটানোর মাধ্যম এয়ার বিএনবি

ছবি: সংগৃহীত/প্রতীকী

একান্তে সময় কাটাতে চান অথচ নিরাপদ কোন জায়গা খুঁজে পাচ্ছেন না? এদিকে হোটেল রুমও সবসময় নিরাপদ হয় না।

তাই কাপলদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ব্যাবস্থা এনে দিচ্ছে এয়ার বিএনবি৷ বিদেশে খুব বেশি প্রচলিত হলেও বাংলাদেশে এয়ার বিএনবি এখনো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে কিছু কিছু মানুষের বিশেষ করে তরুণসমাজের মধ্যে অনেকেই জানেন বা ধারণা আছে এয়ার বিএনবি নিয়ে। তবে যারা জানেন না এয়ার বিএনবি আসলে কী, চলুন জেনে নেই।

এয়ার বি এন বি মূলত একটি অনলাইন মার্কেটপ্লেস যা হোটেল ও রিসোর্ট থেকে সাশ্রয়ী এবং ঘরোয়া। মূলত কোনো একজন হোস্ট এয়ার বিএনবির মাধ্যমে ভাড়া দিয়ে থাকেন তাদের বাসা বা কোনো রুম যেনো কোনো যুগল বা পরিবার স্বাচ্ছন্দ্যে কিছু সময় বা কয়েকদিন একসাথে কাটাতে পারে। সেটি অবশ্যই সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদ ভাবে।

শুধু বাসা নয়, এয়ার বিএনবি হতে পারে কোনো স্টুডিও এপার্টমেন্ট বা রিসোর্টও। এখানে যেকোনো হোটেলের চেয়ে কম খরচে ভোক্তা পেয়ে যাবেন রান্নাঘরের সুবিধা যেখানে নিজের ইচ্ছামতো একদম ঘরোয়া পরিবেশে রান্না করেও খেতে পারবেন। থাকবে ওয়াইফাই, পার্কিং, সুইমিংপুল এবং এয়ারকন্ডিশনের সুবিধাও। তবে দাম অনুযায়ী নির্ভর করবে কী কী সুবিধা পেতে পারেন কাস্টমাররা। কোন কোন হোস্ট শুধুমাত্র একটি কক্ষও অফার করে থাকেন।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকেই খুঁজে থাকেন নিজের মতো করে কিছু সময় তাদের ভালোবাসার মানুষের সাথে কাটানোর জন্য নিরিবিলি কোনো জায়গা। তবে, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন জায়গা খুঁজে পাওয়া মোটামুটি দুষ্কর বললেই চলে। কারণ বিভিন্ন হোটেল বা রিসোর্ট বিশ্বাসযোগ্যও হয়ে উঠতে পারে না, আবার বিশ্বাসযোগ্য হলেও সেগুলো ব্যয়সাপেক্ষ

সে কারণেই এয়ার বিএনবি হতে পারে তাদের জন্য একটি নিরাপদ বিশ্বাসযোগ্য মাধ্যম, যার সার্ভিস ব্যবহার করে খুঁজে নেওয়া যাবে নিরিবিলি সময় কাটানোর জায়গা। মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে নিজের সাধ্য অনুযায়ী পছন্দমতো রুম বা বাসা দেখে বেছে নেওয়ার সুবিধা দেয় এয়ার বিএনবি।

হোটেল রুম থেকে কিভাবে আলাদা এয়ার বিএনবি?

হোটেল রুমে শুধুমাত্র পাওয়া যাবে একটি রুম এবং তার সাথে এটাচড ওয়াশরুম, তবে এয়ার বিএনবি’তে থাকছে পুরো একটি বাসায় নিজের মতো করে থাকার সুবিধা তাও অনেক অভিজাত হোটেলের চেয়ে কম খরচে।

ঘরে বসেই বেশ ভালো আয় করা যায় এয়ার বিএনবির মাধ্যমে

মূলত তরুণসমাজ এই এয়ার বিএনবি’কে হোটেল থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। জনপ্রিয়তা পেতে থাকা এয়ার বিএনবি’র হোস্ট হওয়া এখন মার্কেটপ্লেসে বেশ লাভজনক। নিজের কোনো বাসা খালি থাকলে তা সহজেই এয়ার বিএনবি’র আওতায় নিয়ে আসলে বেশ লাভবান হওয়া যায় বটে। ঘরে বসেই টাকা আয় করারও একটি দারুণ উৎস হতে পারে এয়ার বিএনবি। যেকেউই এয়ার বিএনবি হোস্ট হতে পারে যদি তার থাকে নিজস্ব কোনো বাসা বা রুম। সেক্ষেত্রে এয়ার বিএনবি মার্কেটপ্লেসে তাদের অ্যাপ বা ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্টার করে নিতে হবে।

Link copied!