ঠোঁটের কালোভাব দূর করবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২১, ১০:১২ পিএম

ঠোঁটের কালোভাব দূর করবেন যেভাবে

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে শুষ্ক হয় ত্বক। বিশেষত, এসময় ঠোঁটের ত্বক অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে। ঠোঁট ফেটে যায়, মরাকোষ উঠে ঠোঁটের চামড়া কালচে হয়।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ সমস্যার সমাধান দিয়েছেন। ঠোঁটের সুরক্ষায় তিনি যে স্ক্র্যাব ব্যবহার করেন তা জানিয়েছেন ভক্তদের। সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। আসুন জেনে নেই, ঠোঁটের যত্নে প্রিয়াঙ্কার কী করেন-

এই স্ক্রাবের মূলত তিনটি উপাদান- লবণ, গ্লিসারিন ও গোলাপজল।

এক চিমটি লবণ, এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ গোলাপজল।

এবার সবগুলো উপাদান একটি পাত্রে নিন। তারপর হাত দিয়ে মিশিয়ে নিন উপকরণগুলো। এ বার তা ঠোঁটে লাগিয়ে আলতো করে ঘষে নিন।

নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হবে। ঠোঁট হবে মসৃণ।

Link copied!