শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে শুষ্ক হয় ত্বক। বিশেষত, এসময় ঠোঁটের ত্বক অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে। ঠোঁট ফেটে যায়, মরাকোষ উঠে ঠোঁটের চামড়া কালচে হয়।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ সমস্যার সমাধান দিয়েছেন। ঠোঁটের সুরক্ষায় তিনি যে স্ক্র্যাব ব্যবহার করেন তা জানিয়েছেন ভক্তদের। সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। আসুন জেনে নেই, ঠোঁটের যত্নে প্রিয়াঙ্কার কী করেন-
এই স্ক্রাবের মূলত তিনটি উপাদান- লবণ, গ্লিসারিন ও গোলাপজল।
এক চিমটি লবণ, এক চা চামচ গ্লিসারিন এবং এক চা চামচ গোলাপজল।
এবার সবগুলো উপাদান একটি পাত্রে নিন। তারপর হাত দিয়ে মিশিয়ে নিন উপকরণগুলো। এ বার তা ঠোঁটে লাগিয়ে আলতো করে ঘষে নিন।
নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হবে। ঠোঁট হবে মসৃণ।