শীতকালের আবহাওয়া রুক্ষ, শুষ্ক। এসময় বাইরে অতিরিক্ত ধুলোবালি চুলের ক্ষতি করে। যারা চুলপড়া সমস্যায় ভুগছেন তাদের সমস্যা আরও প্রকট হয়।
এসময় বাজারে পাওয়া যায় ধনেপাতা। ধনেপাতা চুলপড়া রোধে অত্যন্ত কার্যকর। আসুন জেনে নেই ধনেপাতা ব্যবহারে চুলের যত্ন সম্পর্কে-
১) ধনেপাতার মিশ্রণ: ধনেপাতার রসের সঙ্গে দু’চামচ পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথায় মেখে রাখা যেতে পারে। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল ঘন হবে।
২) মুলতানি মাটি ও ধনেপাতা: মুলতানি মাটি এতদিন মূলত ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু মুলতানি মাটি চুলের জন্যেও ভালো। মুলতানি মাটির সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে, মিশ্রণটি চুলে লাগালে চুলপড়া কমবে।
৩) এ্যালোভেরা ও ধনেপাতা: এ্যালোভেরার উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। এটি চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এ্যালোভেরার সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে মাথায় লাগালে চুলপড়া কমে যায়। এ ছাড়াও এই মিশ্রণটি চুলকে নরম ও মসৃণ রাখে।
সূত্র: আনন্দবাজার