রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে যাওয়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিরোজপুরের মোটবাড়িয়ার বিল্লাল হোসেন (২৫), তার স্ত্রী মুক্তা (২৬) ও মেয়ে সাইমা (৩), ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুরের রবিউল (১৯) এবং পটুয়াখালী সদরের মো. রিপন হাওলাদার(৩৮)।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর দুইটা ৫৮ মিনিটে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পল্টুনের সামনে এ দুর্ঘটনা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢোকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নৌ-পুলিশের এসপি গৌতম কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।