প্রথমবারের মতো ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৪, ০৫:৩৭ পিএম

প্রথমবারের মতো ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও পতাকা বহনকারী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়না। শিগগিরই তারা এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিতভাবে চীনে যাতায়াত করেন।

অনলাইন সংবাদমাদ্যম ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। ফ্লাইট চালুর তারিখ চূড়ান্ত না হলেও আগামী মে মাসের মধ্যে তারা ফ্লাইট চালাতে পারে বলে জানা গেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, এয়ার চায়না ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনা করবে। তারা ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। শিগগিরই তারা ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে।

Link copied!