আনার হত্যা: ভারতীয় সিআইডির ৩ সদস্য এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২৪, ০৪:২২ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে (আনার) হত্যার ঘটনা তদন্তে ভারতীয় সিআইডির ৩ সদস্যের টিম ঢাকায় এসেছেন।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ডিবি প্রধান হারুন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বৃহস্পতিবার (২৩ মে) সকালে কলকাতা সিআইডি প্রধানের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্তকারী দল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে ভারতীয় দূতাবাসে প্রবেশ করেন।

ব্রিফিংয়ে সংসদ সদস্যকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন ডিবি প্রধান হারুন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

পরবর্তীতে ভারতীয় দূতাবাস থেকে মহানগর গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন: আনার হত্যা: কলকাতায় সন্দেহভাজন গ্রেপ্তার

দুপুরের পর ডিবি প্রধান হারুনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তদন্তকারী দলের। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় টিম আসার খবরটি তাদের জানানো হয়েছে। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের ধরতে ভারতীয় তদন্ত সংস্থা সিআইডি ও ঢাকার ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। দুপুরের পর তাদের সঙ্গে বৈঠক করে তাদের কাছে পাওয়া এভিডেন্স নিয়ে আলোচনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিবি প্রধান হারুন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

এমপি আনার হত্যা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের উপকমিশনার আব্দুল আহাদ দেশের প্রথম মাল্টিমিডিয়া টেলিভিশন চ্যানেল আইকে জানান, সিআইডি প্রতিনিধিরা এখন ঢাকায় ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন।

Link copied!