আইএমএফের ঋণ

তৃতীয় কিস্তিতে ১১২ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ২৫, ২০২৪, ০৯:৪২ এএম

তৃতীয় কিস্তিতে ১১২ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পাচ্ছে বাংলাদেশ। সংস্থাটির অনুমোদিত ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের মধ্যে এই দফায় ১১২ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ জুন) আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণের এই কিস্তির অনুমোদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, “অনুমোদনপ্রাপ্ত ঋণের কিস্তি আগামী দুই-এক দিনের মধ্যে রিজার্ভে যুক্ত হবে।”

এর আগে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ ডলার অনুমোদন দিয়েছিল আইএমএফ। প্রথম কিস্তিতে বাংলাদেশ পায় ৪৭ কোটি ৬৩ লাখ ডলার।

২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চেয়ে আবেদন করে বাংলাদেশ। ৬ মাস পর ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে ৩ বছরে মোট ৭ কিস্তিতে এই অর্থ পাওয়া যাবে।

Link copied!