‘মহারাজ’ হয়ে বলিউডে অভিষেক আমির-পুত্রের

শোবিজ ডেস্ক

জুন ২৪, ২০২৪, ১০:৫৩ পিএম

‘মহারাজ’ হয়ে বলিউডে অভিষেক আমির-পুত্রের

‘মহারাজ’ সিনেমার একটি দৃশ্যে আমির-পুত্র জুনায়েদ খান। ছবি: সংগৃহীত

আইনি জট কাটিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো বলিউড অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদের প্রথম সিনেমা ‌‘মহারাজ’। ১৮৬২ সালে মানহানির একটি মামলার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত সিনেমায় জুনায়েদকে একজন তরুণ সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে হয়েছে। সেই সঙ্গে সমাজ সংস্কারক কারসান্দাস মুলজির চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন।

চলতি সপ্তাহের শুক্রবার (২১ জুন) সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হলো আমির-পুত্রের। সেদিক থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের ছিল বাড়তি আগ্রহ।

ইন্সটাগ্রাম স্টোরিতে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে জুনাইদের বোন ইরা খান লেখেন, ‌‘এখনই দেখুন’। অর্থাৎ সিনেমাটি পরে দেখবো বলে ফেলে না রেখে এখনই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানান তিনি।

‘মহারাজ’ সিনেমায় জুনায়েদ ছাড়া জয়দীপ আহলাওয়াত, শালিনী পাণ্ডে ও শর্বরীও প্রধান চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির গল্প গুজরাটি ভাষায় লেখা বেস্ট সেলিং বই থেকে তৈরি হয়েছে।

ইন্সটাগ্রামে ‘মহারাজ’ সিনেমার একটি স্নিপেটও শেয়ার করেছেন আমির-কন্যা ইরা। ক্লিপটিতে জুনায়েদ খানকে একটি টাউন হলের বাইরে সিঁড়ি বেয়ে হেঁটে যাচ্ছে। পোস্টে ইরা নেটফ্লিক্স ইন্ডিয়াকে ট্যাগ করেছেন এবং ‘জুনায়েদ খান’ ও ‘মহারাজ’-এর মতো অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। ক্যাপশনে লিখেছেন, চলো (হিন্দি), গো (ইংরেজি)।

উল্লেখ্য, আমির খানেরে সাবেক স্ত্রী রীনা দত্তের পক্ষের সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে আমির খান ও রীনা দত্ত বিয়ে করেন। এরপর ২০০৫ সালে আমির খান কিরণ রাওকে বিয়ে করেন। এই পক্ষে ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে আমির ও কিরণের বিবাহ ‍বিচ্ছেদ হয়। এদিকে জুনায়েদের প্রথম সিনেমা ‘মহারাজ’-এর সমর্থনে কিরণ রাও তার ইন্সটাগ্রাম স্টোরিতে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, “অবশেষে!”

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!