তিস্তা টোল প্লাজায় ট্রাকচাপা, টোল আদায়কারী নিহত

জাতীয় ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৯:৩৫ পিএম

তিস্তা টোল প্লাজায় ট্রাকচাপা, টোল আদায়কারী নিহত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় ট্রাকচাপায় একজন টোল আদায়কারী এক শ্রমিক নিহতের খবর এসেছে। টোলপ্লাজার টোল ঘর ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। নিহত শ্রমিকের নাম- মাসুদ রানা (৪০)। ৩ বছর ধরে টোলপ্লাজায় দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার বাবা জামালপুরের বকশীগঞ্জের ফজল হক।

সোমবার (২৪ জুন) সকালে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, “ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

টোল প্লাজার অন্যান্য শ্রমিকরা জানান, সকালে রংপুর থেকে লালমনিরহাটগামী একটি ১০ চাকার পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ঢুকে পড়ে। এ সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে টোল আদায়কারী শ্রমিক মাসুদ রানার শরীর থেকে হাত-পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে টোলপ্লাজায় দায়িত্বরত পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি জব্দ এবং এর চালক ও সহকারীকে (হেল্পার) আটক করেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ছিন্ন-বিচ্ছিন্ন শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে মর্গে পাঠান।

টোল প্লাজার মালিক রেগনাম পেন্টা গ্রুপের ম্যানেজার শহিদ বলেন, ‍“গত ৩ বছর ধরে আমাদের কোম্পানিতে সততার সঙ্গে কাজ করে আসছেন মাসুদ। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ঘাতক ট্রাকচালকের কঠিন শাস্তি চাই।”

Link copied!