টানা ৪০ দিন তাপ্রপ্রবাহের পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল পর্যন্ত ৫ ঘণ্টাব্যাপী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের একাংশের ছাদ ধসে পড়ে। এতে সরকারিভাবে একজনের মৃত্যু ও অন্তত ৬ জন আহতের খবর এসেছে। অন্যদিকে বেসরকারিভাবে বলা হচ্ছে তিনজনের প্রাণহানি হয়েছে।
ওই টার্মিনালের সম্প্রসারিত অংশের উদ্বোধন চলতি বছরই করা হয়েছিল। এর নির্মাণ কাজ ২০১৯ সালে শুরু হয়েছিল।
গত ৭০ বছরেও দিল্লিতে এমন তাপপ্রবাহ দেখা যায়নি। তিনদিন আগে ভারতের আবহাওয়া অফিস সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শুরু হয় ঝড় ও বজ্রসহ বৃষ্টি। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২২৮ মিলিমিটার বৃষ্টি হয়। এতে দিল্লির বহু এলাকায় শত শত গাড়ি এবং নিচু এলাকার ঘরবাড়ির একতলা ডুবে যায়। বৃষ্টি বন্ধের পর শুরু হয় সীমাহীন যানজট। কর্মদিবস হওয়ায় (ভারতে সাপ্তাহিক ছুটি রোববার) মানুষজন মেট্রোয় যাতায়াত করতে থাকেন। এতে মেট্রোয় যাত্রীর চাপ ভীষণ বেড়ে যায়।
এদিকে দিল্লিতে বিমানবন্দরের ছাদ ধসে পড়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে এ ঘটনায় সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন, “ভোটের আগে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে এই নির্মীয়মাণ টার্মিনালের উদ্বোধন করেছিলেন। তিনজনের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীই দায়ী।
ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, আম আদমি পার্টির (আপ) সঞ্জয় সিংরাও এই বিপর্যয়ের দায় সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী মোদির ঘাড়ে চাপিয়েছেন। খাড়গে ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, বিমানবন্দরের ছাদ ধসে পড়ার পেছনে রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের দুর্নীতি ও অবহেলা।
গত মার্চেই এই টার্মিনালের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ৩ মাস আগে জব্বলপুর বিমানবন্দরেরও উদ্বোধন করেছিলেন তিনি। তার ছাদও পড়ে গেছে। অযোধ্যার উন্নয়নের বহর দেখে দেশের মানুষ অখুশি। এসবই দুর্নীতির নয়া মডেল ‘চান্দা লো ঔর ধান্দা দো’ (‘নির্বাচনী বন্ড নিয়ে কংগ্রেসের স্লোগান ‘ঘুষ নাও, কাজ দাও’) অংশ। প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘প্রধান উদ্ঘাটন মন্ত্রী (মোদি) কি এই ভ্রষ্টাচার ও অপনির্মাণের দায়িত্ব নেবেন?’
সূত্র: এনডিটিভি, বিবিসি