বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে আগ্রহী চীন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৩, ১১:০৭ পিএম

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগে আগ্রহী চীন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশের মেরিটাইম সেক্টর ও মোংলা বন্দরের আধুনিকায়নে চীন বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহ প্রকাশ করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের নামে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত এবং নৌপ্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নৌ প্রতিমন্ত্রী বলেন, “চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে; এ সম্পর্ক যাতে আরও বেশি স্মুথ করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে।  বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চীন কোন ইন্টারফেয়ার করবে না। আগামীতে দেশ কে পরিচালনা করবে- সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।”

এ সময় তিনি আরও বলেন, “আমি আগেই জোর দিয়ে বলেছি, আমরা একটি বিষয়ে এখনো অবিচল যে, চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটিই আমাদের সিদ্ধান্ত।”

মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, “আমরা মোংলা বন্দরের উন্নয়ন নিয়েও কথা বলেছি। এই বন্দর ও পদ্মা সেতু কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের পশ্চিম অংশের উন্নয়নের ভালো সুযোগ আমাদের কাছে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় চীন। আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে বার্তা দিতেই আমি এখানে এসেছি।”

Link copied!