সুগন্ধা বীচ এখন ‘বঙ্গবন্ধু বীচ’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:১০ এএম

সুগন্ধা বীচ এখন ‘বঙ্গবন্ধু বীচ’

সংগৃহীত ছবি

পাল্টে গেল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচের নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নতুন নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বীচ’ করা হয়েছে। একই সঙ্গে সুগন্ধা বীচ ও কলাতলী বীচের মধ্যবর্তী ফাঁকা জায়গার নামকরণ করা হয়েছে ‌‘বীর মুক্তিযোদ্ধা বীচ’। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচকে ‘বঙ্গবন্ধু বীচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বীচ ও কলাতলী বীচের মধ্যবর্তী ফাঁকা জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বীচ’ নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বীচের নাম পরিবর্তনের এ আবেদন করেন।

Link copied!