ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ ও র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০২:০৩ এএম

ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ ও র‌্যাব

ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের বিশাল সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব ১০ সিইও ফরিদ উদ্দিন ও পুলিশের ডিসি মিডিয়া হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন বলেন,যেকোন যানবাহনকে সন্দেহজনক মনে হলেই  সেটি থামিয়ে তল্লাশি করা হবে ,কোন ব্যাক্তিকে সন্দেহ হলেই তাকে তল্লাশি করা হবে। কোনো বিস্ফোরক বা মাদক আছে কিনা তা আমরা খতিয়ে দেখব। এটি কাউকে হয়রানি বা অন্য কোনো উদ্দেশ্যে নয়।

২৬ অক্টোবর বিকেল ৫টায় যাত্রাবাড়ী  ডেমরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চেকপোস্ট দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ রোধকল্পে ঢাকার প্রবেশমুখে, যাত্রাবাড়ী, ডেমরার সুলতানা কামাল ব্রিজ, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের ভাঙ্গা নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‌্যাব-১০ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছে। 

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোষ্ট ডিউটির মাধ্যমে ‍‍`সড়ক পরিবহন আইন-২০১৮‍‍` এর আওতায় আইন অমান্যকারী ও রাস্তায় সড়ক অবরোধ বা যাতায়ত ব্যবস্থা আটকে বাধা সৃষ্টিকারীদের  বিরুদ্ধে মামলা দায়ের, যানবাহন আটক করাসহ জরিমানা আদায় করবে। এছাড়া  আসন্ন রাজনৈতিক সভা সমাবেশ পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।

যাতে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা  এবং অপরাধ রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।

এদিকে পুলিশের উপ পুলিশ কমিশনার মিডিয়া হাফিজ আক্তার মুঠোফোনে দ্য রিপোট ডট লাইভকে জানান, রাজধানীতে সমাবেশকে ঘিরে কোন নাশকতা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না । আমরা সবরকম নাশকতা প্রতিহত করতে সক্ষম। পুলিশ ও র‌্যাবের স্পেশাল চেকপোস্টে তল্লাশি চলছে। এমন অবস্থায় ঢাকা এখন নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

Link copied!