পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে চললো পরীক্ষামূলক ট্রেন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১০:১৯ পিএম

পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে চললো পরীক্ষামূলক ট্রেন

সংগৃহীত ছবি

পদ্মা সেতু রেলপথ দিয়ে এবার সর্বোচ্চ গতিতে ট্রেন চলাচলের মহড়া চলেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১২০ কিলোমিটার গতিতে চালানো হয়েছে পরীক্ষামূলক যাত্রীবাহী এ ট্রেনটি। এতে পদ্মা সেতু অতিক্রম করতে সময় লেগেছে মাত্র সাড়ে তিন মিনিট।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৬ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে এসে পৌঁছায়।

পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।  

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

আগামীকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেলপথ দিয়ে ঢাকা-ভাঙ্গা দ্রুতগতির ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!