বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিপূর্ণ টিকটক, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৩, ০১:৩০ এএম

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিপূর্ণ টিকটক, কিশোর গ্রেপ্তার

ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও আপলোড করায় সোহেল রানা নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সম্প্রতি অনলাইন প্লাটফরমে কিছু কটুক্তিপূর্ণ কনটেন্ট তৈরি করে। সোহেল রানার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে। স্থানীয় গণমাধ্যমের খবর থেকে এসব জানা যায়।

বুধবার (১৬ আগস্ট) ‍বিকেলে খবরের সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন প্লাটফর্ম টিকটকে কটুক্তিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামে। সে গ্রামের মইনুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার (১৪ আগস্ট) ওই কিশোর তার নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে নিজস্ব ফেসবুক ও টিকটক আইডি থেকে জাতির পিতাকে নিয়ে আপত্তিকর বক্তব্য, অশ্লীল ভাষা প্রয়োগ এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে একটি ভিডিও আপলোড করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

বিষয়টি পরে গোবিন্দগঞ্জ পৌরসভা কাউন্সিলর এবং পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দের নজরে আসে। এরপর শাহিন আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই মহিমাগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

Link copied!