ঈদযাত্রার চতুর্থ দিন: ৩ ট্রেন ছাড়ল দেরিতে, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৪, ১১:৩৮ এএম

ঈদযাত্রার চতুর্থ দিন: ৩ ট্রেন ছাড়ল দেরিতে, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত ছবি

ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে তিনটি ট্রেন দেরিতে ছেড়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, এদিন সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস স্টেশন ছাড়ার ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি পৌনে দুই ঘণ্টা দেরিতে ৭টা ৪৫ মিনিটে স্টেশন ছেড়ে যায়। এরপর নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ছাড়ার কথা ছিল ৮টা ১৫ মিনিটে। ট্রেনটি ৩৫ মিনিট দেরি করে ৮টা ৫০ মিনিটে স্টেশন ছাড়ে। একইসঙ্গে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ৪০ মিনিট দেরিতে ৯টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে।

এ ছাড়া তিতাস কমিউটার ৯টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও স্টেশন ছাড়ে সকাল ১০টায়। তবে অন্য ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়েছে।

এদিকে, দেরিতে ছাড়া ট্রেনের যাত্রীদের এদিন ভোগান্তি পোহাতে হয়। বিশেষত নারী ও শিশু যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, শনিবার বেশিরভাগ ট্রেনই যথাসময়ে স্টেশন ছেড়েছে। দু-একটি ট্রেন দেরিতে আসায় স্টেশন ছাড়তে কিছুটা সময় লেগেছে। এদিন ৪২ জোড়া আন্তঃনগর, লোকাল ২৫ জোড়া এবং দুই জোড়া স্পেশালসহ ৬৯ জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করছে। ঈদের দিনও স্পেশাল ট্রেন থাকছে।

Link copied!