শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইনে গতি কমিয়ে চলছে ট্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৩, ০২:৩৪ পিএম

শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইনে গতি কমিয়ে চলছে ট্রেন

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আধা কিলোমিটার অংশে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই অংশে আপাতত সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে।

সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দুর্ঘটনাস্থলে পৌঁছান। তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান হিসেবে আছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজা। কমিটির সদস্যরা দীর্ঘক্ষণ ধরে ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শন করেন। এ সময় তাঁরা দুর্ঘটনাকবলিত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

নাশকতার উদ্দেশ্যে গাজীপুরে রেললাইনের ২০ ফুট অংশ কেটে ফেলায় রাতে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস। এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু হয়। ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে আহত হয়েছেন চালকসহ অর্ধশতাধিক।

তবে রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পুরোদিন লাগতে বলে জানায় রেলওয়ে। বিকল্প পথে ঢাকা-থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে ট্রেন চলাচল করছে।

Link copied!