খাটের নিচে স্ত্রীর লাশ, প্রবাসী স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৫:৪৪ পিএম

খাটের নিচে স্ত্রীর লাশ, প্রবাসী স্বামী পলাতক

টাঙ্গাইলের ভূঞাপুরে খাটের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী স্বামী মোস্তাক পলাতক রয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর পৌরসভার ঘাটান্দির গণেশ মোড় এলাকায় জহুরুল ইসলামের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মুনিয়া ইসলাম (৩২)।

তিনি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে মোস্তাক আহমেদের স্ত্রী এবং একই উপজেলার নলিন বাজারের নুরল ইসলামের মেয়ে। মোস্তাক-মুনিয়া দম্পতির ১০ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্বজনদের ধারণা, মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত মুনিয়া ইসলামের ভাই আমিনুল ইসলাম বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। পরে আমাদের বড় বোন নাসরিন আক্তার কয়েক দিন আগে দুজনকে বুঝিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। এরপর আর কিছু জানি না। সন্ধ্যায় খবর পেলাম বোনের মরদেহ বাসার বক্স খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। ওর স্বামী মোস্তাক পালিয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Link copied!