দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে কাজ করবো: সায়মা ওয়াজেদ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২৩, ০৬:০৮ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে কাজ করবো: সায়মা ওয়াজেদ

সায়মা ওয়াজেদ পুতুল।

১১টি দেশের সমন্বয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। 

ডাব্লিএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ওয়াজেদ। জয়ী হওয়ার পর সায়মা ওয়াজেদ পুতুল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাব।’

বুধবার (১ নভেম্বর) এক এক্স বার্তায় এক কথা বলেন তিনি।

এই অঞ্চলের জনস্বাস্থ্যের উন্নয়নে দীর্ঘ ১০ বছরের অবদানের জন্য তিনি বিদায়ী পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেপালের ডা. শম্ভু প্রসাদ আচার্য্যকের ধন্যবাদ জানান সায়মা ওয়াজেদ। তাকে "অমূল্য সম্পদ" উল্লেখ করে তার জ্ঞান এবং অভিজ্ঞতা দ্বারা দক্ষিণ-পূর্ব এশিয়া উপকৃত হবে বলেও আশাব্যক্ত করেন সায়মা ওয়াজেদ।

আজকের ভোটে বিজয়ী হওয়ায় সায়মা ওয়াজেদের নাম ডাব্লিউএইচও নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে নিয়োগের জন্য জমা দেওয়া হবে। আগামী বছরের ২২-২৭ জানুয়ারি ওই অধিবেশন অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়।

এরপর তিনি ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। এর সঙ্গে সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশি, যিনি ডাব্লিউএইচওর আঞ্চলিক বিভাগের অংশ হিসেবে ১৯৪৮ সালে তৈরি করা পদে প্রথম বাংলাদেশি হিসেবে অধিষ্ঠিত হবেন।

Link copied!