অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২২, ০২:৫১ এএম

অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন। বগুড়ার আদমদীঘি উপজেলায় রেললাইনের কিছু অংশ ভাঙা থাকায় সেখানে কর্মীরা লাল পতাকা টাঙিয়ে দিলে তাঁর কাছাকাছি এসে থামে উত্তরা এক্সপ্রেস। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা যায়।

সান্তাহার রেলওয়ের কর্মীরা জানান, আজ সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ছাতিয়ানগ্রাম স্টেশনের দিকে আসছিল। সকাল সাতটার দিকে স্টেশনের পাশে রেললাইনের কিছু অংশ ভাঙা দেখতে পান রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মচারী। পরে তাঁরা ওই অংশে সাবধানতামূলক লাল কাপড় টাঙিয়ে দেয়। এর ফলে লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায় এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের কয়েক শ যাত্রী।

সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলী আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, তাঁর বিভাগের কয়েকজন কর্মচারী ওই এলাকায় কর্মরত ছিলেন। তাঁরা দেখতে পান রেললাইনের একটি অংশ ভেঙে আছে। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে আসছিল। দ্রুত রেলকর্মীরা সেখান থেকে কিছু দূরে লাল কাপড় টাঙিয়ে দিলে ট্রেনের চালক ট্রেনটি সেখানে থামিয়ে দেন। ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

তিলকপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান জানান, ট্রেন থামার পর সেখানে রেলকর্মীরা দ্রুত লাইন মেরামত করেন। এ ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।

Link copied!