অসম্পূর্ণ বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মানে ৩৮০ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিলো একনেক

বিশেষ প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ১২:২৯ এএম

অসম্পূর্ণ বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মানে ৩৮০ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিলো একনেক

অসম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি নির্মাণ প্রকল্পে দ্বীতিয় পর্যায়ের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য ৩৮০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এ প্রকল্পটির আওতায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত শুটিং স্পট, ফ্লোর, যন্ত্রপাতি ও স্টুডিও ইত্যাদি নির্মাণের মাধ্যমে উন্নতমানের চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হবে। ফলে দর্শকদের সিনেমা হলে যাওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
সম্পূর্ণ সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশন (দক্ষিন বাগবেড় মৌজা) এবং কালিয়াকৈর উপজেলার (হরিরাউৎপুলকার মৌজা) মোট ১০৫ একর জমির উপর নির্মাণ হচ্ছে এ ফিল্ম সিটি। ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের দ্বীতিয় পর্যায়ের কাজ শেষ করার সময়সীমা রয়েছে।

দ্বীতিয় পর্যায়ের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত ফিল্ম সিটি নির্মাণের লক্ষ্যে শুটিং স্পট ও ফ্লোর নির্মাণ, শুটিং যন্ত্রপাতি সংগ্রহ, পোস্ট প্রোডাকশন স্টুডিও স্থাপন এবং শিল্পী-কলাকুশলি এবং পর্যটকদের জন্য আবাসন সুবিধা সৃষ্টি, ফিল্ম সিটিতে আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য ইকোপার্ক ও ল্যান্ডস্কেপিংসহ থ্রিডি ও সেভেন ডি থিয়েটার এবং ফোর কে রেজুলেশন এর সিনেপ্লেক্স থিয়েটার নির্মাণ, দর্শকদের নিকট চলচ্চিত্র শিল্পের প্রতি আকর্ষণ ও আগ্রহ সৃষ্টিকরণের প্রচার ও চলচ্চিত্র শিল্পকে সুদৃঢ় করা, এফডিসি’র রাজস্ব আয় বৃদ্ধি করা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা ।

প্রকল্পটির দ্বীতিয় পর্যায়ে ৩ হাজার ২০০ বর্গমিটার শ্যুটিং স্টুডিও/ফ্লোর নির্মাণ (২টি), ৫০ হাজার বর্গমিটার এন্ট্রি রোড (বাংলাদেশ বেতার), ৪ সেট মাস্টার প্রাইম লেন্স ও ৪টি ডিজিটাল মুভি ক্যামেরা ক্রয়, ৮৪৬ জনমাস পরামর্শক সেবা ক্রয়, একটি লেক বা খাল খনন ও দুই তীর সবুজায়ন ও সংরক্ষণ, ১টি ঝুলন্ত ব্রিজ নির্মাণ, ক্যাবল কার ক্রয়, আরও ৫২ শতাংশ ভূমি ক্রয়/অধিগ্রহণ, ১ হাজার টন এয়ারকুলার ক্রয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ, ১ সেট এ্যানিমেশন ও গ্রাফিক্স ডিজাইন যন্ত্রপাতি ক্রয়, ১টি ডিজিটাল মুভি আর্কাইভিং ও ১ সেট আল্ট্রা প্রাইম লেন্স ক্রয়।

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের জন্য ২০২৫ সালের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসহ বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ রয়েছে, যার সাথে এ প্রকল্পটি সঙ্গতিপূর্ণ বলে পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালে নেয়া বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি নির্মান প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ২০১৭ সালে শুরু হয়ে ২০১৮ সালে শেষ হয়।

ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মানের লক্ষ্যে ভূমি উন্নয়ন, চারিদিকে নিরাপত্তা প্রাচীর ও প্রবেশ গেট নির্মানের কাজ প্রথম পর্যায়ে সম্পন্ন করা হয়।

Link copied!