ঈদের পাঁচ দিনেই পদ্মা সেতুতে আয় ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২৩, ০৩:২১ এএম

ঈদের পাঁচ দিনেই পদ্মা সেতুতে আয় ১৫ কোটি টাকা

এবারের ঈদ উল ফিতরে পদ্মা সেতু দিয়ে চলেছে মোটরবাইকও। অন্যান্য যানবাহনের চাপও ছিল। সব মিলিয়ে এবারের ঈদ উপলক্ষ্যে পাঁচ দিনে এক লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। আর সেখান থেকে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকারও বেশি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েব সাইটটির তথ্যমতে, ঈদ উল ফিতরের পাঁচ দিনে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে পাড়ি দিয়েছে। আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।

ধারনা করা হচ্ছে, মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় সেতুর টোল আদায় বেশি হয়েছে। গত ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়। এ কারণে শুরুর প্রথম দিন থেকে মোটরসাইকেলের ঢল ছিল সেতুতে।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি। মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসাবে প্রথম ছয় দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

Link copied!