কমার ৭ দিনের মাথায় হাজারের অধিক বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২৩, ০৩:১১ এএম

কমার ৭ দিনের মাথায় হাজারের অধিক বাড়লো স্বর্ণের দাম

দাম কমা‌র এক সপ্তাহ না যেতেই দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম।  নতুন দাম নির্ধারণে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা এতদিন যা ছিল ৯৭ হাজার ১৬১ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা।

শ‌নিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৯৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা।

এদিকে রুপার দাম অপরিবর্তিতই দামই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা।

এর আগে গত ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৭ হাজার ১৬১ টাকা।

তারও আগে গত ২ এপ্রিল ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৯৯ হাজার ১৪৪ টাকা।

Link copied!