কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৩, ০৬:০৫ পিএম

কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

সিংগৃহীত ছবি

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে চীনের একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। চলছে কয়লা খালাস ও পরিবহনের কাজ।

শনিবার (১০ জুন) সকালে এম ভি জে হ্যায় নামে চীনা পতাকাবাহী জাহাজ ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে চীনের একটি জাহাজ শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। পরে সেখান থেকে জাহাজটিকে শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ানো হয়েছে। জাহাজটি গত ২১ মে ইন্দোনেশিয়া ছেড়ে আসার ১৯ দিনের মাথায় মোংলা বন্দরে পৌঁছে। শনিবার সকাল থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ল  চীনা জাহাজ এম ভি জে হ্যায়। 

Link copied!