গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন আজমত উল্লা খান

জাতীয় ডেস্ক

জুন ২, ২০২৩, ০২:১০ এএম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন আজমত উল্লা খান

গাজীপুর নগরীর সার্বিক উন্নতির কথা বিবেচনা করে সদ্য সমাপ্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছে সরকার।

বুধবার (৩১ মে) রাতে গাজীপুরে সিটি নির্বাচন পরবর্তী দলের মূল্যায়ন সভায় এ কথা জানান গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেছেন, দুই-চার দিনের মধ্যে সিটি কর্পোরেশন গঠনের পর থেকে বঞ্চিত নগরবাসীর উন্নয়নের জন্য আজমত উল্লা খানকে সরকারি এই দায়িত্ব দেওয়া হবে। সরকারি অর্থে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়ার ক্ষমতা দিয়ে মূল্যায়ন করা হবে আজমত উল্লা খানকে।’

এ বিষয় নিশ্চিত করে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সরকারিভাবে আজমত উল্লাকে দায়িত্ব দিতে যাচ্ছেন।’

তিনি বলেন, শিগগিরই আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গাজীপুরকে পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী সব রকম সহযোগিতা করবেন।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকা হচ্ছে রাজধানী ঘেঁষা তুরাগ নদের উত্তর পাশে ৩২৯.৯ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা। নাগরিকদের উত্তম সেবাদানের লক্ষ্যে অধিক্ষেত্রকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি জোনের মধ্যে প্রতি দুটি নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের একটি জোন করা হয়েছে। এগুলো হচ্ছে জোন ১ (টঙ্গী-পুবাইল), জোন ২ (গাছা-জয়দেবপুর), জোন ৩ (কাউলতিয়া-বাসন) এবং জোন ৪ (কোনাবাড়ী-কাশিমপুর)।

Link copied!