গাজীপুরে ইউনিয়ন পরিষদের ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২২, ০৪:১৬ এএম

গাজীপুরে ইউনিয়ন পরিষদের ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর কেন্দ্রে ঘোষিত ফলাফল রাতে পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল পাল্টে দিয়ে পরাজিতদের বিজয়ী ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থীরা।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। বুধবার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার দিকে উপজেলার সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার। ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ী ৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা গভীর রাতে ফলাফল পাল্টে দেন। মোরগ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী ঘোষণা করে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।

আবদুস সাত্তার বলেন, কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করা হয়েছিল, সেটা যোগ-বিয়োগে ভুল হয়েছিল, তাই তখন আমিনুলকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে রাতে নির্বাচন অফিসে এসে পুনরায় যোগ দেওয়ার পর ভুলটা ধরা পড়েছে। পরে সঠিক ফলাফল দেওয়া হয়।

Link copied!