গুলিস্তানে বিস্ফোরণ: উদ্ধার কাজে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বোম্ব ডিসপোজল ইউনিট

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২৩, ০৪:৪২ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: উদ্ধার কাজে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বোম্ব ডিসপোজল ইউনিট

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া পাঁচতলা ভবনটিতে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনীর একটি দল। ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা বিষয়টি দ্যি রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, “উদ্ধার তৎপরতায় আরও যোগ দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,পুলিশ,ফায়ার সার্ভিস, বোম ডিসপোজাল ইউনিট। বিস্ফোরণ ঘটনায় এখনও ৮জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা বেসমেন্টে চাপা পড়ে থাকতে পারে। বেসমেন্টে প্রবেশের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, “মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে আমরা উদ্ধারকাজ স্থগিত করি। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি বিস্ফোরণের ফলে ভবনটির বেজমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ও যেকোনো সময় ধসে পড়তে পারে। এ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, বুধবার সকালে সেনা সদস্যদের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর লোকজন ভবনটিকে সাময়িকভাবে স্টেবল করবে। ভবনটি স্টেবল হওয়ার পর আমরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করব। আমরা মূলত ভবনটির বেজমেন্টে অভিযান পরিচালনা করব।”

এদিকে, রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, বিস্ফোরণে  নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয় বলে  ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ গণমাধ্যমকে জানিয়েছেন।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে-ইসলামপুরের মমিনুল ইসলাম (৩৮) ও তাঁর স্ত্রী নদী বেগম (৩৫), সুড়িটোলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. সুমন (২১), চিটাগাং রোডের বাসিন্দা মাইনুদ্দিন আখন্দ (৪৮), আলুবাজার এলাকার মো. ইসমাইল (৪২), বরিশালের ইসহাক মৃধা (৩৫), কেরানীগঞ্জের রাহাত (১৮), চাঁদপুরের মতলবের আল আমিন (২৩), বংশালের নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) ও মুন্সিগঞ্জের আবু জাফর সিদ্দিকি (৩৪) এবং মনসুর হোসেন (৪০), আকৃতি বেগম (৭০), ইদ্রিস মীর (৬০), হৃদয় (২০) ও নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫)।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

Link copied!