ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০২:৩২ এএম

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রেলপথের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তকিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়া মহানগর প্রভাতী ট্রেনটি শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। বেলা দুইটায় ট্রেনটির চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা ছিল।

এর আগে বেলা দেড়টার দিকে বড়তকিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় এক মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। ওই ঘটনায় মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেলপথের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও রেলপথের অন্য লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

 

Link copied!