নাবিকের সন্তানদের ২০ শতাংশ কোটা কেন ফেরত নয়, হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৩, ০৭:৩৯ পিএম

নাবিকের সন্তানদের ২০ শতাংশ কোটা কেন ফেরত নয়, হাইকোর্টের রুল জারি

অবসরে যাওয়া বা মৃত নাবিকের সন্তানদের একই পেশায় প্রবেশের ট্রেনিংয়ে ২০ শতাংশ কোটা কেন ফিরিয়ে দেওেয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নাবিকদের সন্তানদের পক্ষে বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়নের করা রিট শুনানি শেষে  গত মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিটের রুলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার খন্দকার এম এস কাউসার।

তিনি গণমাধ্যমকে বলেন, “অবসরে গেলে বা মৃত্যুর পর নাবিকদের সন্তানেরা এ পেশায় প্রবেশের যে ট্রেনিং হয় তাতে ২০ শতাংশ কোটা পেয়ে আসছিলেন। তবে গত বছরের ২০২২ সালে এক নীতিমালার মাধ্যমে এ কোটা কমিয়ে ৫ শতাংশ করে দেয়া হয়। ফলে অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের অনেক দিন ধরে পেয়ে আসা ২০ শতাংশ কোটা থেকে বঞ্চিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে নাবিকদের সন্তানদের পক্ষে বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়ন হাইকোর্টে ওই রিট করেন।”

 

তিনি আরও বলেন, “শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার বিষয়ে রুল জারি করেন।”

Link copied!