ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

নির্বাচন বয়কটের ঘোষণা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৩, ০২:২৮ এএম

নির্বাচন বয়কটের ঘোষণা হিরো আলমের

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলমের ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে এ ঘোষণা দেয়া হয়।

সোমবার (১৭ জুলাই) রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে হিরো আলমের পক্ষে এ ঘোষণা দেন তাঁর নির্বাচনি কমিটির প্রধান নির্বাচনি এজেন্ট ইলিয়াস হোসেন।  

হিরো আলমের ওপর হামলা পরিকল্পিত দাবি করে ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের ওপর এই হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরাই এ হামলা করেছে। এ নির্বাচন আমরা বর্জন করলাম।

তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে এই নির্বাচন বয়কট করছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন তবুও আমরা এই নির্বাচন বর্জন করছি। হিরো আলমের ওপর যারা হামলা করেছে তাদের বিচার চাই।

এর আগে, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেয়া হয়। বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত কিছু লোক তাঁকে মারধর করে। এ সময় হিরো আলমের উদ্দেশ্যে হামলাকারীদের বলতে থাকে, সে করে টিকটক, সে জোকার। সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়? এমপির মানে জানে? কেউ কেউ বলছিলেন, খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।

Link copied!