সিলেটে হবে না পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২২, ০৪:৩৩ এএম

সিলেটে হবে না পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব

বন্যাকবলিত সিলেট অঞ্চলে পদ্মা সেতু উদ্বোধনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

পদ্মা সেতুর বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে সব সময় আলোচনা হচ্ছে। আগামী পরশু দিন (বুধবার) পদ্মা সেতুর বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলবেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু উদ্বোধনের দিন ৬৪ জেলায় যে উৎসবের কথা আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সে সিদ্ধান্তে পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সিলেটের বিষয়টি রিভিউ করতে বলা হয়েছে।’

আগামী ২৫ জুন দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সেতুটি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

Link copied!