পদ্মা সেতুতে গাড়ি রেখে টিকটক করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২২, ১১:০১ পিএম

পদ্মা সেতুতে গাড়ি রেখে টিকটক করায় জরিমানা

সেতুতে অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে টিকটক ভিডিও তৈরির দায়ে ফখরুল আলম নামে এক গাড়ি চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার  মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।

কুমিল্লা থেকে বন্ধুদের সঙ্গে আসা ফখরুল আলম বলেন, “আমরা বন্ধুরা গাড়ির থেকে নেমে গান করছিলাম, আনন্দ করছিলাম। আমরা জানি না এখানে গাড়ি পার্ক করা নিষেধ।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারার পর রোববার সকাল ৬টায় পদ্মা সেতু খুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন টোল দিয়ে সেতু পার হতে শুরু করে।

সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় দুই তরুণের। এই প্রেক্ষাপটে সোমবার সকাল থেকে সেতুর ওপর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু বিভাগ।

Link copied!