প্যারোলে মুক্তি পাচ্ছেন হাজি সেলিম

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১, ২০২২, ০৯:১৫ পিএম

প্যারোলে মুক্তি পাচ্ছেন হাজি সেলিম

দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিম বড় ভাই হাজি কায়েসের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তির আবেদন করেছেন।

শুক্রবার গণমাধ্যমকে হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ জুম্মার নামাজের পর চকবাজার শাহী জামে মসজিদে হাজি কায়েসের জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন হাজি সেলিম।

আজ সকালে ঢাকার শ্যামলীতে নিজ বাসায় ৭২ বছর বয়সী হাজি কায়েস শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

প্রসঙ্গত, গত ২২ মে দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজি সেলিম। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরের দিন ২৩ মে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজি মো. সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিনে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Link copied!