ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২২, ০৩:০৬ পিএম

ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন সার্ভিস

করোনা মহামারীতে বন্ধ হওয়া বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন সার্ভিস ফের চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়।

ভারতের সংবাদ সংস্থা এএনআই সোমবার এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এ সময়ে পণ্যবাহী ট্রেন চালু ছিল। এখন যাত্রীবাহী ট্রেন আবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Link copied!