বগুড়ার দুই আসনে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২৩, ০৩:১৪ এএম

বগুড়ার দুই আসনে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

বিএনপিদলীয় সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান হিরো আলম।

আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ১৫ জানুয়ারি প্রত্যাহারের শেষ তারিখ। ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর নির্বাচন হবে পহেলা ফেব্রুয়ারি।

বগুড়া-৪ আসনে ৯ জন ও বগুড়া- ৬ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী (নৌকা) জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টি (লাঙ্গল) শাহীন মোস্তফা ফারুক, জাকের পার্টির আব্দুর রশিদ সর্দার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মন্ডল, স্বতন্ত্র থেকে হিরো আলম, অ্যাডভোকেট ইলিয়াস আলী, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম হাজী ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির (লাঙ্গল) সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জাসদ (ইনু) অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ, গণফন্ট্রের আফজাল হোসেন, জাকের পার্টির ফয়সাল বিন শফিক, বাংলাদেশ কংগ্রেসের অধ্যাপক ড.মুনসুর রহমান, স্বতন্ত্র থেকে হিরো আলম, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়া স্বতন্ত্র থেকে আব্দুল মান্নান ওরফে ফেম মান্নান, বগুড়া জেলা মোটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল, নজরুল ইসলাম, রাকিব হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Link copied!