বঙ্গবন্ধু নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের মুক্তির দিশারী: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৭, ২০২২, ১০:১৯ পিএম

বঙ্গবন্ধু নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের মুক্তির দিশারী: জিএম কাদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের সামনে মুক্তির দিশারী হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে দেওয়া এক বিৃবতিতে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, “১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। মহান এই দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির স্বাধীনতা, স্বাবলম্বিতা, স্বাধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “১৯২০ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্ম নেয়া খোকা নামের শিশুই বড় হয়ে শেখ মুজিবুর রহমান নামে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ আর দেশ ও মানুষের প্রতি অসীম অনুরাগের কারণে জাতির জনক হিসেবে বাঙালি জাতির পথ প্রদর্শক তিনি।”

রাজনীতির মহাকবি স্কুল জীবন থেকে শুরু করেন রাজনীতি উল্লেখ করে জি এম কাদের বলেন, “১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন এবং মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির কিংবদন্তি নেতায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের সামনে মুক্তির দিশারী হয়ে থাকবেন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব।”

Link copied!