বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১২:৩৩ এএম

বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব

আগামী ২৮ ফেব্রুয়ারি সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী আফগানিস্তান থেকে পরবর্তী মহাসচিব নিয়োগের কথা থাকলেও দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। এ কারণে আগামী তিন বছরের জন্য সার্কের মহাসচিব বাংলাদেশ থেকে নিয়োগের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দেশটিকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। তাই, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Link copied!