বাংলাদেশের প্রশংসা করে সেই ইউটিউবার বললেন, কালুকে কষ্ট দেবেন না

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৩, ০৮:৫৪ পিএম

বাংলাদেশের প্রশংসা করে সেই ইউটিউবার বললেন, কালুকে কষ্ট দেবেন না

অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, আমার বাংলাদেশ সফর ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর। তাকে বিরক্ত করা সেই আব্দুল্লাহ কালুকে কষ্ট না দেওয়ারও অনুরোধ করেছেন। 

এক ফেসবুক পোস্টে ডামান্ট এসব কথা বলেন।

ডামান্ট বাংলাদেশে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করায় দেশটির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে আব্দুল্লাহকে কালু (অভিযুক্ত বৃদ্ধ) কষ্ট না দেওয়ার অনুরোধ জানান।

ডামান্ট বলেন, আমি ভিডিওটি পোস্ট করার পর বাংলাদেশিদের কাছ থেকে এক হাজারেরও বেশি মেসেজ পেয়েছি। তারা নানাভাবেই এই ঘটনার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমার বাংলাদেশ সফর ছিল অবিশ্বাস্য সুন্দর। কিন্তু প্রত্যেক দেশে এমন কিছু খারাপ মানুষ থাকবেই। এই অল্প কজন মানুষ কোটি হৃদয়, কোটি কেয়ারিং বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করতে পারে না। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের প্রতিটি অংশকে দেখাতে পেরে, সংস্কৃতিকে তুলে ধরতে পেরে। 

তবে অনাকাঙ্খিত ঘটনাটির জন্য ওই বৃদ্ধকে (আব্দুল্লাহ কালু) কষ্ট না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লুক ডামান্ট। তিনি বলেন, আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করার অপরাধে কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট এক ফেসবুক পোস্টে বৃদ্ধর সাথে একটি ভিডিও দিয়ে জানান, বাংলাদেশে এই লোকটিকে পরিহার করুন। সাথে সাথেই পোস্টটি ভাইরাল হয়।

Link copied!